Duniya chale na shri ram ke bina lyrics
Music : Sanai
Arrangement and programming : Chandraniv Saha
Directed by : Srijit Mukherji
Cinematography : Subhankar Dhar
Label : Shri Venkatesh Films
মন একে একে দুই
একাকার আমি তুই,
আর না চোখ ফিরিয়ে, একটু হাস।
নেই, মনে কি কিছুই?
তোর ঠোঁটের ডানা ছুঁই,
মিলবে সব জীবনের ক্যালকুলাস।
স্মৃতিরা গেছে পরবাস
কথারা হয়েছে নিঝুম,
এ বুকে তবু বারোমাস
ভালোবাসারই মরশুম,
ভালোবাসারই মরশুম।
ডাক নামে ডেকে যাই
সেই আগের তোকে চাই,
সেই যে সেই তাকালেই, সর্বনাশ।।
ঝড় এলে তুই, সাথে থাকলে কি ভয়
তোর ঠিকানায়, পাঠালাম এ হৃদয়।
প্রেম হলে এক সুরে গান বেজে যায়
সে দেয় জখম, তবু সেই তো ভেজায়।
ব্যথারা ফিরেছে এপাশ
বালিশে জমে ভাঙা ঘুম,
এ বুকে তবু বারোমাস
ভালোবাসারই মরশুম,
ভালোবাসারই মরশুম।
দিন, বদলে যাবে ফের
হাত ধরে সময়ের,
ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ
ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ
ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ।।
i love it
ReplyDelete