Duniya chale na shri ram ke bina lyrics
.jpg)
ইয়া গো দাঁড়িযাচা দাঁড়িয়াচা দারিয়াচা
দা রা রা মুঠা
কাভা পানিয়াভারি উথটান ডোঙ্গারলাটা
লাটা লাটা লাটা
কেন পিছু ডাকো পিছু ডাকো
বারে বারে আমারে তুমি
কাঁধ কন্যা তুমি
চোখের জলে কি ভাসাবে সাধের ও জমি
হায় যাবো না যাবো না ফিরে আর ঘরে
পোড়া মন মানে না
সংসারে তারই বা তরে
হায় যাবো না যাবো না ফিরে আর ঘরে
ইহ কাহাটি নই বানাবো নৌকা তোমারই
ওই কাটিয়া হাত বানাবো নৌকারি দাড়ি
আর বসন কাটিয়া দেবো
পাল তুফানে আমি উড়াবো (২)
হবো ময়ূর পঙ্খী তোমারই তোরে বুকে নিয়া
সুদূরে যাবো গো ভাইসা তোরে বুকে নিয়া
Mi Dolkar Dolkar Daryacha Raja
Mi Dolkar Dolkar Daryacha Raja
ভালহাব রে নাখবা হো ভালহাব রে রামা
ভালহাব রে নাখবা হো ভালহাব রে রামা
আর কান্দি ও না কান্দি ও না তুমি সজনী
হবে আরো আঁধার আমার জীবন রজনী (2)
তুমি হাসো যদি আকাশে চাঁদনী হাসে
পথ চেয়ে থাকো তাই ভরসা বুকেতে আসে
খর ধারায় জীবন এ নদী
পাল ছেড়ে ভাঙি হাল যদি (2)
শুধু প্রেমেরই পাল তুলিয়া
পার চলে যাবো দুজনে দুজনে হাইসা
দে দোল দোল দোল দোল পাল তোল
চল ভাসি সবকিছু ছাইড়া
Comments
Post a Comment